“হীন”


উদারতা প্রেম বহে উজারে ভাটায়
অশীতিপর অশক্ত-বৃদ্ধা মাতা তার,
শীর্ণকায় হতোদ্যম আশ্রমে কাটায়
নিদারুণ ক্লেশ তাহে নাহি দেখিবার।
আঁখিতারা ছলো ছলো দিন রাত ঝরে
গৃহ তাহে ভুলিবার নাহি কোনো বলে,
পুরাতন দিনগুলি মণিকোঠা দ্বারে
হীন তার ছেলেপুলে ফেলে দিল ছলে।


সোনালি সে দিনগুলি হরা ভরা আলো
কচিকাঁচা কলরবে কল কাকলিত
দিন রাত অবিরাম গড়িতে সে ভালো
স্নেহ মায়া মমতায় বাধা ছিল ব্রত।
প্রেম নাহি ধরণীতে ক্রুরতার ছল
নাই গতি জরাকালে অবনীর তল।