“ছন্দ বিশ্লেষণ”


ছন্দ ভীষণ কঠিন বিষয় দাঁত ভেঙে যায় মন,
সঙ্গপনে মনের কোণে তীব্র
জ্বালাতন।
সুবোধ বালক পিন্টু সেদিন বাধায় দারুন গোল,
লম্বা না'কি আঁকাবাঁকা ছন্দ
বিশ্লেষণ?
তা'নয় হলো ছাগলগুলো গুতাগুতি করেই ক্যান,
সাদা কেন লতলতে হয় ভাত রাঁধলে
মাঢ় বা ফ্যান।
প্যানপ্যানানী কানের গোরে সহ্য কি হয় বলো,
ভাবছো কী ভায় ছন্দগুলো কেন এমন
জেলো!
জাল দিয়ে ভায় মাছ ধরা কী এমন তেমন কাজ,
ভুরুখানি ব্যাকা কেন শরম কী হয়
লাজ।
ল্যাজে গোবর নাই যদি হয় ছন্দ কেমন হলো,
দু'হাত তোলো জয় মা কালি-হরি হরি
বলো।