“কান্ডারি”


সে আমার মানস চোখে,সে আমার কল্পলোকে
স্বপ্ন সুখের সারি; সে আমার দিব্য দিশা,
জীবন খাতার্ দুখের পাতায়
প্রেমের কান্ডারি।
বইতে সাগর আঁধার তমা, গহীন কালো রাত,
সে আমারই পথের নিশান, ঊষার উছল
প্রাত।
তারে ধন জীবন মানি, পল ছুটে যায় আঁধার গ্লানি,
স্বপ্নেরই রঙ সাজে;
মন সারাদিন তার পিছে ধায়-
নুপুর তা'রি
বাজে।
তারে বিন চলতে নারি, সে কোমল স্নিগ্ধ নারী,
পরীর দেশের রানী; সে যে মোর স্বর্ণদুয়ার
কূজন পূজন
বাণী।
সে বেণী কুন্ডলিনী, সে রমণী পাপহারিনী,
কাল স্রোতে প্রাণ ভাসে; দোর খুলে রই-
হিমেল শিশির-স্নিগ্ধ তারই
ভাষে।
সে আমার মানস চোখে,সে আমার কল্পলোকে
স্বপ্ন সুখের সারি; সে আমার দিব্য দিশা,
জীবন খাতার্ দুখের পাতায়
প্রেমের কান্ডারি।