"শেষের পূর্বমুহুর্ত্ত"


(কবিতাটি আজ হতে প্রায় ২৫ বছর আগে লেখা, গতকাল হটাৎ, "মশক কূলের বাণী", লিখে ফেলবার পর মনে হলো আজ এ কবিতাটি জুতসই হবে)


আমরা ক্ষুদ্র আমরা মশা
তোমাদের কামড়ে শুষে নেই রক্ত,
কামান দাগায় ভয় নেই আমাদের
আমরা ভয় পাই তোমাদের বিষাক্ত হাতের স্পর্শ।
আমরা তিলে তিলে দেই যন্ত্রনা
আমরা মৃত্যুভয়কে পিছে দেই ফেলে,
আমাদের প্রাণে জাগে মৃত্যুর উল্লাস-
আমরা দেহহীন আমরা স্পর্ধিত
আমরা তরুণ বিপ্লব।


তোমরা কামান দাগ, পুড়তে পারে তোমাদেই জঞ্জাল,
উড়তে পারে তোমাদেরই বাড়িঘর;
আমরা ক্ষুদ্র, আমাদের স্পর্শ করবে না
ওই শিসের গোলা।
আমরা বন্ধু পাতাই ওদেরই সঙ্গে-
মৃত্যুভয় কে উপেক্ষা করে।
আমাদে দেহে অল্প রক্ত তাই আছে
আমাদের অনন্ত তৃষ্ণা-রক্তের।


আমরা রোগ বহন করি-
সে রোগ বিপ্লবের।
আমরা শহীদ হতে চাই,
তবে তোমাদের খাবার নয়।
আমাদের হাত আছে, আছে দুইজোরা পা,
আর আছে আমাদের শোষণ যন্ত্র
স্পর্ধিত গর্বিত মানুষের রক্ত শোষার।


তোমারা স্প্রে কর ডি ডি টি,
আমরা তাতে ভীত নই।
আমরা চাই তোমাদের কঙ্কাল যাতে-
কামানে হাত না দিতে পার তোমরা।


সেইদিন আসছে, পূবদিকে ঘনিয়েছে আঁধার,
তোমাদের জুয়ার বোর্ডে অচিরেই হানব আঘাত,
শেষ করবই তোমাদের অন্যায়ের কালো টাকা।