“মশক কূলের বাণী”


মশক কূলের গুনগুনেতে ফাগুন তো ভায় ঝরে না,
কুট করে ভায় কামড় দিলে-কবিতা আর
ওড়ে না।
তাই ভালো ভায় জাগতে যদি রাত্রি সারা ধরে,
যাত্রী সেজে কবিতারই-চটাস চটাস
মেরে।
ছন্দ গুণের কারসাজিতে মশক দিলে অনুদান,
লিখতে ভাল বেশ লিখনী! জয় মশকের
জয়োগান।
শহীদ তারা নির্ভয়েতে গাল কি! বুক হাতে,
কুট করে দেয় কামড় মেরে-যায়রে
শ্মশান ঘাটে।
জন সাধারণ শিখত যদি মশক কূলের বাণী,
বাণ মেরে ভায় সমাজটাকে-সাম্য নিত
টানি।