“কাজলা বেণী”


আহা! রং মেতেছে আজ মেঘেতে
অশ্রু মোতির কণা,
কনক বরণ সাজ সজ্জায়
কাজলা বেণীর
সোনা।
সোনার আঁচল গড়িয়ে কপোল
মুক্ত রাশির মেলা,
প্রেম ভাবনায় হারিয়ে সে মন
জলকেলিরই
খেলা।
আহা! প্রেমের ডিঙি উছল বায়ে
উড়তে গগন চূড়া,
আলিঙ্গনে ঝির ঝিরে মন;
আনল টোপে
ঘেরা।
আহা! রং মেতেছে আজ মেঘেতে
অশ্রু মোতির কণা,
কনক বরণ সাজ সজ্জায়
কাজলা বেণীর
সোনা।