“ছাইপাশ”


বলাকার সারি ওড়ে নীলাকাশে দেখ ঐ
রাম শ্যাম যদু মধু আজ তারা গেল কই!
আজ দেশে স্বাধীনতা সেটা তারা জানে কী
ওইখানে গোল করে তাদেরই দল কী!
না না বাপু গোলমাল আজ মোটে ভাল নয়
স্বাধীনতা দিবসেতে কারও মন কালো নয়।
পাঁচ মোন বোঝা টানে হরিচাচা কেন ভাই
দুই ছেলে বড় তার খেতে বুঝি দেয় নাই।
ক্ষেতি করে বড় মিঁয়া বেশ ভাল ঘর তার
ছোট ছেলে আর শুনি শহরেতে মোক্তার।
ছাইপাশ ভেবে ভাই কিছু মিছু হবে নাতো
তার মত হতভাগা দিকে দিকে আছে শত।
রাম শ্যাম যদু মধু এই দিকে শুনে যাও
বাঁশ আনো পতাকাটা দড়ি দিয়ে মিলে দাও।