"বিরহের গীতি"


বেদনায় বেদনায় ভরে যায় মন অনুক্ষণ
তোমারি লাগিয়া গাহিনু ফিরিনু
তোমারি লাগিয়া হর্ষে মাতিনু,
উতলা রহিনু মন।
বেদনায় বেদনায় ভরে যায় মন অনুক্ষণ।
তপ্ত সলিলে গরলো ধরিনু,
বাঁশরি বাজাই হৃদে,
তোমারি বিহনে বিছরে বাহারে
গোপনেতে মন কাঁদে।
জাগিতে স্বপনে ধ্বনি রবে হিয়া
গাহিতে প্রেমেরি গীতি,
প্রাণ সখী মম তুমিই হীরক
প্রাণের অরুন্ধতী।
চকিতে বারিতে ভাসিনু আঁখিতে
বরষার আগমন,
তোমারে বিছারি কেঁদে কেঁদে ওঠে
রবেতে দুখেতে মন।
বেদনায় বেদনায় ভরে যায় মন অনুক্ষণ
তোমারি লাগিয়া গাহিনু ফিরিনু
তোমারি লাগিয়া হর্ষে মাতিনু,
উতলা রহিনু মন।