"উপহার"


(প্রিয় কবি মহঃ সানারুল মোমিন(বিনায়ক) মহাশয়ের জন্মদিনে ছোট্ট উপহার)


জ্যোছনা আলোক উঠলো মেতে হৃদয় মন্দিরে
সুপ্ত ব্যথা গুপ্ত হলো-জলসাঘরে
বন্দিরে।
উঠলো তারা গগন পানে বিহগ সুখের নীড়ে
মাধুরিমায় প্রাণ জড়ালো-সুখ সাগরের
তীরে।
প্রশান্তিরই স্নিগ্ধ কায়ে ধাত্রীমাতা বহে
নব্য জ্যোতি তার কোলে প্রাণ
জ্যোতিস্করই বাহে।
দীর্ণ কলি সিক্ত হলো শিশির সঞ্চারণ
ডাক দিয়ে যাই অমরতা-গাইতে
প্রেমের গান।
বন্ধু তোমার জন্মদিনে আশীষ কামনায়ে
দিব্য ঝলক ঝরুক ভুবন তোমার
রচনায়ে।
হাজার বছর অমরতা গাইতে তোমার গান
উদ্বেল হোক তরু শাখে গগন  
আসমান।