একান্তে আপন


হৃদয় তরঙ্গে আজি নাচিছে ঝুমুর
বয়ে চলে বেখেয়ালে তটিনীর সম
গীত ধারা অবিরাম একটি চুমুর।
প্রশমিত ছায়ে মন ভ্রমর গুঞ্জন
বয়ে চলে বয়ে চলে ধায়ে অবিরাম
বাগেতে গোলাপ কলি জলধি সিঞ্চন।
এ জীবন পূর্ণ আজি শান্ত দেহমন
দ্বারে বসে ভাবিলাম একান্তে আপন।


সহসা আঁধারে গতি নাহি সে'তো প্রেম
ছলনায় প্রাণ কাঁদে নিভু নিভু আঁখি
ঘন তমসায় ধরা-দেহ লেনদেন।
ক্রন্দনে ভাসি ধরা ছলনাতে হীন।
প্রেম নাহি ভুবনেতে ছলা কলা ভরা
আজি প্রাণ পথহারা সবে দিশেহারা।