"ডালকুত্তা"


কত্তাবাবু কত্তাবাবু হুনেন তালে গল্পখানি
তালপুকুরে ডালকুত্তা ডাক দিছিলো যখনি,
রব কী সেই! বাপ রে বাপ টাটকা তাজা রক্তগুলাব
বন্দে মাতা ভক্তি কী সেই বলতেছিল
ইনকেলাব।
তারপরি সেই কান্ডখানি কালসাপেরই মিছিল সেই
ঝান্ডা ল্যাজে অঙ্গভাজে করতেছিল
ঘেই ঘেই।
তালতোব্বা হারায় গেলাম ডালকুকুরের কেল্লাতে দা
দেতেই ধাওয়া কুত্তাগুলি ঘেই ঘেই সেই
করলো ধাওয়া।
হাত ধুয়ে সেই পরলো পিছে গেলাম উঠে তালগাছেতে
ধপ করে দা ধপাস হলুম সেই গাছেতে ছিল
বিঁছে।
পরবি তো পর মিছিল মাঝে মার দিল দা টুটি চেপে
চ্যাপ্টা চিঁড়া বানায় দিল হসপিটালে
গেলাম সেঁটে।
আর না দা ডালকুকুরের ল্যাজ আর আমি ধরবো নি
চুপচাপ দা ঘরেই রব দিক না দিক না ওরাই
ছাপ্পাখানি।