আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে এ সিরিজটা এতদূর টেনে নিয়ে যেতে পেরেছি। সবাইকে জানাই আমার অন্তর দেশের অনেক অনেক ভালোবাসা, প্রণাম আর শুভকামনা। আসরের সকল কবির তরে নিবেদিত আমার
“শ্রদ্ধাঞ্জলি”


উড়তে গগন আকাশ নীলে তোমাদেরই স্নিগ্ধ বায়ে
হিল্লোলে প্রাণ মন মদিরায় লাব্যনেরই
ছত্রছায়ে।
ভুবন মাঝি আর পারাবার স্বপ্ন অনেক আঁখির পাতে
পার হতে নাও ঝঞ্ঝা তুফান প্রলয় বায়ুর
দুর্বিপাঁকে।
আসর কলি ভুলতে চলি দুঃখ ব্যথার আর্ত ধ্বনি
দিন প্রতিদিন ডাক দিয়ে যায় নিনাদ সে রব
প্রতিধ্বনি।
সব পেয়েছির দেশ আসরে দু কর জোড় ধরি
প্রণাম জানাই সুহৃদবরে-সুখ সে প্রাসাদ
গড়ি।


"হেমন্তের গান"


উঠল যে রব ধানের শীষে হেমন্তরই গানে
জাগলো কৃষাণ গোলায় ভরে নবান্নেরই
সনে।
ফুটলো জুথি জুই মালতি শিশির ভেজা প্রাত
উত্তরে শীত মলয় বায়ে তারায় ঘেরা
রাত।
কাশবনেতে ঢেউ খেলে যায় হিল্লোলে প্রাণ দোলে
বলাকার ওই শ্রুভ্র সফেদ ডানায় ডানায়
নীলে।
পেখম মিলে ওই ময়ূরী ঝুম ঝুম ঝুম নাচে
নতুন কুঁড়ির নব্য প্রভা জাগলো গাছে
গাছে।
বল্গা ছাড়া বাঁধন হারা মন উড়ে যায় দূর
ঢাকের তালে বিদায় যে মা ঢ্যান কুড়া
কুর কুর।
বাজিয়ে বেণু রাখাল গোঠে অভিসারের গান
হেমন্তের ওই কোমল ছোঁয়ায় জুড়িয়ে হৃদয়
প্রাণ।