(আজ বেশ কয়েকটি সুন্দর লেখা লিখেছি, কোনটা প্রকাশ দেব ধন্দে ছিলাম। তারপর ঠিক করলাম সকালে চোখ খুলেই যে লেখাটি সবচেয়ে বাজে লিখেছি সেটাই প্রকাশ দেব সময়ের চাহিদা অনুসারে)


“হারামজাদা”


সব শালা হারামজাদা, নিজেদের মনে করে মস্ত দাদা,
শালা শয়তানের জাত, নিমকহারাম, আস্ত পশুর
জ্যান্ত গাধা।


আসাম কী ভারতের বাইরের কোনও দেশ!
না'কী সরকার ইচ্ছে করেই শুধু রাজনৈতিক আর
বিচ্ছিন্নতাবাদী দাঙ্গা লাগাবার উদ্যেশেই
এমন তালিকা করে পেশ।


এমন হলে পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ হতে পারে কয়েক কোটি,
বলুন নামব নাকি সেই খেলায়, বাঁচবে না আর
ঘটি বাটি।


শালা মানুষের জাতই না-সব শুয়ার আর গাধার বাচ্চা,
ময়দানেতে নামতে হবে কবি, দেখাতে হবে
জনগনের রঙ
সাচ্চা।


সনির্বন্ধ অনুরোধ রইল পশ্চিমবন্ত সরকারের কাছে, প্রতিশেধক হিসেবে এদেশেও এমন বসবাসিদের  সনাক্তকরণের জন্য অবিলম্বে জন তালিকা হাল সুনামি করবার। আমরা উত্তরবঙ্গবাসি সবচেয়ে বেশি প্রভাবিত হই আশপাশ রাজ্যে এমন ঘটনা ঘটলে। যারা ব্যথা বুকে নিয়ে উত্তরবঙ্গে চলে আসে আমরা তাদের বুকে ধরে নেই কিন্তু জন বিস্ফোরণে আমাদের ছেলে মেয়েদের তীব্র সঙ্কটে পরতে হয় কাজ কারবার ক্ষেত্রে।এটা নতুন করে বলবার নয় যে জন বিস্ফোরণের নিরিখে উত্তরবঙ্গই সারা পৃথিবীতে প্রথম স্থানে রয়েছে আর তার প্রধান কারন আসাম, বিহার ও বাংলাদেশ।