(প্রয়াত প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর সম্মানে লেখা)


"মহিমা"


যাব বলে তো আসিনি ভবে-রেখে যাব স্মৃতির মদিরা,
অসহ সাগরে তুফানো লহরে লিপির
হাজারো মহিমা।
রেখে যাব গীত প্রেমের সঙ্গীত মুখরিত হবে ধরা
জীবনো সাগরে ফিরে পাবে প্রাণ অসহায়
হবে যারা।
অসুরো নাসিতে কিবা হাসি গান গীতে লালিত্য প্রেম প্রীতি
দিকে দিকে রব, অশান্ত ভবে-শান্তির
বাজিবে গীতি।
বিহগ কূজনে জীবনো পূজনে বাসিতে অনেক ভালো
দূর হবে দূর লিপিরো মহীতে-দশদিকে
যাহা কালো।
প্রতিবাদে ঝড় উঠিবে প্রাণেতে ভ্রষ্টাচারে্র ভোগ
দূর হবে ধন কালিরো সোপানে-সুখ
ভোগ সম্ভোগ।
নিপীড়িত প্রাণ জাগরিত হবে মহিমা লিপিতে লেখা
এঁকে দিবে লাল রক্ত গুলাবি-প্রাণেরো
সুষম রেখা।
দিবারাতি তাই জাল সে বুনিতে গণিতে লিপির খেলা
গুনিতে মাপিতে স্বয়নো স্বপনে পূজি তাই
দুই বেলা।
যাব বলে তো আসিনি ভবে-রেখে যাব স্মৃতির মদিরা,
অসহ সাগরে তুফানো লহরে লিপির
হাজারো মহিমা।