"ঘোড়ার ডিম"


(সৃষ্টিকথাঃ ১১ টায় খুম থেকে উঠবার পর থেকে ইন্টারনেট কানেকশন পাচ্ছিলাম না, একবার ভাবলাম বুলবুলির সাথে গল্প করি তারপর মনে হলো একটা শিশুতোষ কবিতা লিখি এ সময়ে)


আলুখাই বলরাম মিটি চোখে চেয়েছিল
মিতালিকে ঘোড়া দেবে তিল খেয়ে
বলেছিল।
তিল থেকে তাল হয়ে খবরটা রটে যায়
এক দুই তিন চার দিন মিতু গোনে
হায়।
ঘোড়া কই ঘোড়া কই বায়না সে ধরে মিতু
নাওয়া খাওয়া লাটে ওঠে বলরাম হয়
ভীতু।
জ্যান্ত ঘোড়া গোটা কোথা বল পাবে ভাই
ডিমে তা দিয়ে ছানা-ভাবে তাই
ফোঁটাবেই।
তাই ডিম খুঁজে সে হন্য সে হলো রে
অশ্বের ডিম্বের খোঁজ তারে দেবে
কে?
বনে বনে খুঁজে খুঁজে বড় ভাই লাক তার
ডিম পেল এক গাদা চিঁহি চিঁহি ডাক
তার।
নিত্য সে তা দেয় ডিমগুলি বগলেতে
ঠায় রোদে থাকে সে যে দুই পাঁচ
ঘন্টাতে।
ঘন্টার মাথা হলো ডিমগুলি ফুঁটে গেল
হ্রীং ক্রীং ডাক তার-হিস হিসে
ছানাগুলো।
ছানাভরা চোখ তার-লাফ দিয়ে দূরে সরে
ঘোড়া নয় সর্প সে রাম রাম হরে
হরে।
শুনে কাঁদে মিতালিটা করে শুধু কান্না
দুই চোখে জল তার-বলে ঘোড়া
আর না।