“একদিন”


একদিন; একদিন তো আসবে এমন
নড়বে না আর দেহ,
ব্যাস্ত জীবন নাই হাঁসফাঁস-
ডাকবে নাতো
কেহ। একদিন।
একদিন; একদিন তো আসবে এমন
বৈতরণীর খেয়া,
খেয়াল মাঝি মন হারাবে-
মাগতে রে ভব
দোয়া। একদিন।
একদিন এই রসাল দেহ
প্রাপ্তি হারার বেদন ব্যথা,
রইবে না আর প্রাণ খাঁচাতে-
কইতে অনেক
নিরব কথা। একদিন।
একদিন ওই মুক্ত পাখি
পর পারাবার বৈঠা বেয়ে,
পেরিয়ে সাগর অথৈ ব্যথার-
অন্তহীনে উঠবে
গেয়ে। একদিন।
একদিন তো আসবে এমন
নড়বে না আর দেহ,
ব্যাস্ত জীবন নাই হাঁসফাঁস-
ডাকবে নাতো
কেহ। একদিন।