(পাঞ্জাবে প্রাণঘাতী দশেরা, ট্রেনে কাটা পড়ে ৬১ জনের মৃত্যু)
(ভাবতে কষ্ট লাগে যে এমন দুর্ঘটনা এক দেড় বছর আগেই ঘটেছে তার পরও না জনসাধারণ না প্রশাসন এমন দুর্ঘটনা এড়াবার কোনও চিন্তা করেছে)


“রাবণ”


মরুৎ বেগেতে আসিলো প্রাণেতে-ঘাত সে প্রবল অতি,
রক্ত প্রলয়ে ভাসিলো সে ভূম; রুদ্র সে কাল
গতি।
পাটকেল বোমা বজ্র তুফানে-মর্মর ধ্বনি নাহি শোনে
ধাবিত রাবণ বায়ুময় বেগ; নাহি তোলে কেহ
কানে।
শাণিত সে ঘাত লহুঝরা গীত-রাবণেতে হরে প্রাণ
কান্না ধ্বনিতে দশদিশা মান, রুধির বহিতে
বান।
কালেরো প্রবাহে গত কত প্রাণ-নিয়েছিল তুফানে
সে কথা কেহ কী রেখেছিল বুকে; জাগিছে
প্রশ্নবাণে।
আচম্বিতে উড়ায়ে ঘুরায়ে-লয় প্রাণ সবে কাড়ি
রামের দেশেতে রাবণের বেশে; ঘূর্ণিতে
রেলগাড়ি।