"প্রবাহ"


জল ওড়ে বাস্পেতে-আলো ছায়া ধূপ,
শীতলতা পেলে পরে পরে ঝুপ ঝুপ।
সূর্যটা হেলে যায় পূব থাকে পশ্চিমে
ডুবে গেলে আঁধারেতে শশীমামা টিমটিমে।
গগনেতে ওড়ে পাখি কলি কলি গায়
ফুল মনে কবি তারে
কবিতায় পায়।
কলি ফোটে বাগে গাছে মধুকরা হাসে
গুঞ্জনে ওড়ে তারা তারি আশেপাশে।
বেলা গেলে ক্ষিদে পায় তেষ্টাও ভাই
প্রতিদিন নাই গতি খাবারটা চাই।
আরো কিছু নানাবিধ কতসব হয়ে চলে
থাক আজি আর দিন লিখে দিব
আমি ছলে।