"একান্তে আপন"


বিশ্বাস ছাড়া ভালোবাসা সে বাসা মেকি,
ভাষণে শাসনে তরতাজা রয়, দেমাক দম্ভ
মান অভিমান, ভেতরে তুষের অনল;
বাহিরেতে আভরিত
চকমকি।


বিশ্বাস ছাড়া ভালোবাসা সে বাসা মেকি।


আকাশ সাগরেতে হয় লীন জলধ বরিষণে,
পত্রে পুষ্পে নব কিশলয়ে, ঘন নীরদো বারি;
যুগ যুগ অনন্ত কাল-নাহি রহে
হুতাশনে।


শিশির কণা সে মুক্তোরাজি বিরাজে তৃণমূল দলে,
পদকুচলিত দলিত মথিত-বিলীন বাতাসে;
নাহি স্পৃহা তার, গগনো বিহারি;
তবু আলোরণ প্রাণে
তোলে।


বিশ্বাসে প্রেম-উব্ধে গগন নিম্নে সাগর সম,
তৃণমূল দলে শিশির কণা-গগনোচারিনী;
নাহি স্পৃহা তাহে, বিষয় আসয়
ধন নাহি, চাহে পারিজাত
দ্রুমো।


একান্তে আপনে শয্যাতে প্রাণ; রব শুনি খান খান,
চৌদিকে ধন পিয়াসীর খেলা, গৃদ্ধের ধ্বনি;
আকাশ বাতাস মুখরিত সাজে,
ভালোবাসা প্রেম
আরাধন।