“কলম”


আরে দাদা বলেনটা কী, থাকতে কলম কবির আবার
শোক দুঃখ রয় নাকি।
সবকিছু নেয় কলমখানি-রয় না কিছুই
আর বাকি।
সুখের কলম উড়তে গাছে দুখের কলম ঝরে,
রোদ আগুনে ঝলসে কলম-দাপিয়ে ঘুরে
ফিরে।
আব্বে দাদা, কবির কী আর দুঃখ থাকে
সুখই বা কী থাকে, কলমখানি
সব কেড়ে নেয়-চলতে
আঁকেবাঁকে।
দেখুন না দা চারটে বাজে খাচ্চি খাব করছি তো ভায়,
কলম খানি দেয় না ছুটি-হটাৎ মনে পরলো
তায়।
চুলায় যাক দুঃখ সুখ খাবার সাবার সবকিছু,
কলম তোমায় ছাড়ছি না ভায়-চলবো
তোমার আগুপিছু।