"মহামিলন"


আর কী দা জানতে চান মহামিলন হেথা,
হিন্দু শিখ প্রাণ মুসলিম-মোদের
কোলকাতা।
বিশ টাকারই খাবার পাবেন তিন ঝোল ওই তরকারি,
হাইকোর্টেরই বগল গলে-চারদিকেতে
অলিগলি।
ধর্মতলা আর ময়দান গড়ের মাঠে গেলে,
হায় সজনী হর হর বোলে-প্রেম উপবন
টাকা দিলে।
আর আছে ভায় দেশবন্ধু-পার্ক সেতো হেঁদুয়ায়,
দু চার টাকা দাদায় দিলে-কেউ টোকে না
মন মাতায়।
পাতলা গলি অনেক আছে রঙ বাহারির মশলাতে,
উড়ান দিতে পাবেন দাদা-সোনাগাঁছির
জলসাতে।
কালিঘাটে কালি আছে-আর দোরে তার রামকৃষ্ণ,
রাসমণি প্রাণ দক্ষিণেশ্বর-গঙ্গা আদি
ওঁম বিষ্ণু।
লক্ষ কোটি লোক আছে দা, বিবিধ ধারা সবে,
আর কোথাতে এই ধরাতে-নাই দা;
এমন ভবে।
জয় কলিকাতা জয়।
জয় গোবিন্দ।