(প্রিয় কবি সাহিদুল হক (দীপ্র কবি) মহাশয়ের আলোচনা বিভাগে "আসুন ছড়া লিখি", তে সাড়া দিয়ে লেখা ছড়া কবিতা)


“শোরগোল”


একখানি ব্যাগ পরে ছিল
রেল লাইনের ধারে-
হাজার লোকে দৌড়ে আসে
কার যেন চিৎ-
কারে।
চমকে ওঠে সবার পিলা
ধরতে কারো সাহস নাই,
রেল লাইনটা ওড়াতেই
বোম নাকি রে পাতা
ভাই।
হই হই রব পুলিশ আসে
ঘন্টি বাজায় দমকলে,
ডিটেকটারে খুজছে বোমা
কুকুর শোঁকে নাক
তুলে।
কুঁচকে ভুরু বলেন সাহেব
কিছুই তো ভায় পেলাম নাতো,
নাই রে বোমা চেঁচাস নারে
গন্ড গরু ষাঁড়ের
মতো।
হিঁচকে তুলে ব্যাগখানি তায়
খুললো রে ভায় বোমের স্কোয়াড
গন্ধে সবাই নাকটি চাপে
মরা বেড়াল তার ওই
রেয়াত।