"জয় গোবিন্দ"


কলকাতাকে যায় যে চেনা খানা খন্দে ভরা,
বৃষ্টি হলেই হাপুস নয়ন-নৈভাসি প্রাণ
ধরা।
নৈরাজ্যে কর্পোরেশন জাল দিয়ে মাছ ধরে,
বানভাসি প্রাণ জুতার ডগায়-গালমন্দ
করে।
তাই কী বুলি যায় রে কানে-হোদল কুতের বাড়া,
বলে সবই করব রে ঠিক-একটুখানি
দাঁড়া।
দাঁড়িয়ে দাদা আর কতদিন ডেঙ্গি তলে জান,
মারছে গুতো মশক কূলে-মন করে
আনচান।
দিদি দাদা নিত্য ভাষণ ভেনিস কী বা লন্ডনেতে,
লঙ্কাপূড়া দিয়ে না কী-নিয়ে যাবে
কলকাতাকে।
জয় কোলি কাতা জয়।
জয় গোবিন্দ।