রবি প্রণাম


আঁখিধারা বহে চলে অশান্ত শ্রাবণে
জীবতারা খসে তাহে অকূল ভাসায়ে
ধ্রুবতারা হয় তারা অনন্ত জীবনে
ছেদ যতি অতিকায় মতি বাসনায়ে।
গীত ধ্বনি মনোরম মেতে ছিল ধরা
কবিতায় গানে প্রাণে মুখরিত কলি
শ্রাবণো সে নিনাদিত গীতে মনোহরা
ইসাই কী মুসলিম ভেদাভেদ ভুলি।


সসাগরা মূহ্যমান শ্রাবণো ক্রন্দনে
অবিরাম বয়ে চলে নাহি ছেদ তাহে
স্নেহ তাহে ধরনীর আজি হৃদ মনে
গরজে ফেনিল বারি ছেদ অবরোহে।
রবি সে'তো ডুবে নাই গগনেতে রাত
ওইকূল পারাবারে নতুন প্রভাত।