আধুনিক বর্ণমালা শেখা ধামাকা পর্ব (৩য় তথা শেষ তম)


অ তেঃ


আম আদমি আম চোঁষ ভাই
ল্যাংড়া কি'বা মদনভোগ,
স্পিকটি নট চুপ হয়ে রও
এতেই পাবে সুখ
ভোগ।


আ তেঃ


আমরা হলাম দেশের হাল
কান্ডারি সব নেতা,
যা ইচ্ছে তাই করে যাই
বলবে নাকো
কথা।


জ তেঃ


জামাই রাজা রাগ করেছে
বউকে বানায় ঝি,
মটর গাড়ি তার বাপেতে
হয় নি তো ভায়
রাজি।


ও তেঃ


ঐ দ্যাখো ভাই কান্তা পিশি
কাঁদছে কেন ওরে!
তার না'কি ভাই নাথ বৌমা
খুন হলো আজ
ভোরে।


ঔ তেঃ


ঔরসেতে মৌবনেতে
পন দেয়নি বাপ,
তাই তো তার এমন দশা
কেমন অভি-
শাপ!


ঋ তেঃ


ঋষি মুনি নয় তো তারা
টাকার কুমির ভাই,
পুলিশ শালিস সবই কেনা
বিচার কোথায়
পাই।


৯ তেঃ


নয় যেন ৯-দুলছে দ্যাখো
বাদুর যেমন ঝোলে,
পুলিশ আর মস্তানেতে
টু পাইসে
খেলে।


ধ গেঃ


ধনের পাহাড় গড়ছে ওরা
বিচার কিছু নাই,
গরিব যত গুমরে মরে
দুঃখ শুধুই
পাই।


দ তেঃ


দর কোরোনা যা চায় দাও
চাকরি পাবে তবে,
গ্রেড নাই গ্তো কী হয়েছে
সবার আগে
রবে।


ত তেঃ


তবলা ডুগি বাজায় দিবে
ঘুষ না দিলে তারা,
চাকরি কী আর পাবি তুই
ট্যাহা পয়সা
ছাড়া।


থ তেঃ


থলি ভরে তাই নিয়ে যা
চুপটি করে দিবি,
জল রে ভায় কুমির ওরা
হাজার সালাম
দিবি।


ছ তেঃ


ছবির মতন গড়বো বাড়ি
দশ লক্ষের গাড়ি,
ঘুষ ছাড়া তুই চাকরি চাস
যা ভেগে যা
বাড়ি।


চ তেঃ


চল ভেঙে দি ওদের গড়
ভাগলি কেনে তুই,
তোদের দিয়ে দেশটি গড়া
বাংলাদেশের
ভুঁই।


ঙ তেঃ


উ মা-তুই গেলিস কোনে
দেখ রে তোর ঐ ছেলে,
দুম তুলে ল্যাজ দৌড়ে পালায়
গড় ভাঙতে
হলে।


চ তেঃ


চরুইবতি হৈ হৈ রব
খাবার দাবার মেলা,
দেখিস কি'রে হ্যাংলা ছেলে
এখান থেকে
পালা। খাবার চাই-না!