“জন্মভূমি”


ও মা মোরা, জনম দুখী
সইতে নারি একাত্তর,
তাই কী মাতা-ভয় করি নে
রক্ত দিতেই কায়ায়
তোর।
রক্তে মোর ওই স্বাভিমানের
ফুলকি ও'রে দেখ রে মাতা,
চরণ কমল বন্দে রে তোর
লিখতে চলি রক্ত
গাথা।
আজ আজুবা-দেশ তো নহে
বাংলাদেশের ভূমি,
আকাশ উদার মা যে আমার;
আমার জন্ম-
ভূমি।