"শ্রদ্ধাঞ্জলি"
(কবিতাটি আসরের শ্রদ্ধেয় কবি শ্রী খলিলুর রহমান মহাশয়কে উৎসর্গ করে লেখা)


স্নেহের ধারায় সিক্ত কলি অশ্রুধারায় বয়
শিশির ভিজা সিক্ত সে প্রাণ
আকাশ ধরে বায়।
উড়তে আকাশ মাটির সে ঘ্রাণ নিম্নে আঁচল পাতি
সয় সজলে আঁখির কোনে
বুক ফাটে ভায় ছাঁতি।
ভালোবাসা যেমন খাঁটি তোমরা যেমন আমায় দিলে
সম্মানেতে ক্ষুদ্র পানা, সুদ সমেতে
কিনে নিলে।
আমি কী আর অহম নাহি গাইতে রব কলি
ভব সাগরের অনেক ব্যথা
দলতে আমি চলি।
তোমরা কারণ আমার লিখন লিখতে চলি আলো
ভূষণ ধরার নাই রে আমি
বর্ণ আমার কালো।
সেই কালিতে লিখলে যদি প্রেমের ইতিকথা
সালাম মাতা, সালাম তোমায়
গাইতে রব গাথা।