"প্রেম"


(সনেটটি প্রচলিত ঘরানার বাইরে গিয়ে লেখা হয়েছে। এখানে প্রথম অষ্টকে বিশ্লেষণ ও পরে ষটকে কারন বর্ণিত হয়েছে। উপসংহার যথারীতি রয়েছে। চতুষ্কতেই বন্ধন দেওয়া হয়েছে)


তরিৎ সহসা উদিল, শিউরি অম্বরে;
কোমল সে মনো বায়ু কুপিত রুধিরে
ভাবলেশহীন কায়া, রুধিল সে দ্বারে,
ছল কপটতা তাহে, বিঁধিল অন্তরে।
গনগনে লক-লকে গুপ্ত প্রেমের ছলা
আঁখিধারা বরিষণে ক্ষসিলো সে তারা
দুজনায় দুটি রাহি অন্তিমে নিস্ফলা,
নিশিথের আভরনে আজি পথ হারা।


একদা সে মহীরুহ গেয়েছিল প্রেম
কনকো কমলো বিল্ব, উছলি পরশে
সোহাগেতে মাখামাখি, পূণ্য লেনদেন
শূণ্য সে ধরনী আজি, দুখ মনোকাশে।
জীবনেতে নাই মোহ আশ আর ভাষে
মরণের দ্বার আজি ঘনায়ে বাতাসে।