"বায়"


আমার পি সির মাথা খারাপ সারাটা দিন গেল
মিস্ত্রি ডেকে অনেক খেটে রাত বারটা
হলো,
হলেই বা কি, সময় কী আর-পদ্য লেখা যায়
আজকে থাক হতাস মনে না হয় খেলাম
বায়।
বায় না বুল, বারে গেছি-বন্ধু তো আর কম নাই
ঘুরছে মাথা বলতে কথা, আর বেশি রে
দম নাই।
টলোমলো করছে সবই-ঘুরছে যেন ঘূর্ণিপাঁকে,
থাকিস রে ভায়-আশেপাশে, পরতে গেলে
মোড়ের বাঁকে।
লিখতে গিয়ে ভুল হলে ভায়-বলবে সবে মাতাল আমায়,
বয়স তো আর কম না'রে ভায়, বাক্যি এসব
আর কী মানায়।
দোষ তো আমার পি সি টারই-গোলমেলে সব আজব খেলে,
মারব কষে সপাট বুকে-সামনে রে ভায় আমার
পেলে।