মায়াজাল(রম্য)


খাচ্ছে গাই সবুজ হরা মাঠ চরিতে ঘাস,
রাখাল বালক বাজায় বেনু
গাছের তলায় খাস।
বৃন্দাবনে ব্রজবাসী ঢোলক বাজায় গোল,
বাঁশির তাল কাটতে রাখাল
এতই শোলগোল।
ছিপছিপে কায় শ্যামল বরণ কৃষ্ণকলি খাসা,
ঝুমুক ঝুমুক নুপূর চালে
চললো রাধার বাসা।
ওরে ভাই গাই বাছুরে দেখবে কে'রে বল,
প্রেম যমুনায় নাও বাইতে
করলি কেনে ছল।
আকাশ মানে মেঘ জমেছে বায়ুর হলাহল,
আর মেঘেতে গর্জনেতে
করছে কোলাহল।
অভিসারে মত্ত রাধা কৃষ্ণকলির গানে,
হাম্বা হাম্বা রব তুলে গাই
ছুটলো নদীর পানে।
মায়াজালের রেশ কেটে যায় রাখাল করে হায়,
রাধায় ছেড়ে দৌড়ে সে যে
গাই ধরিতে যায়।