রাখী


রাত পোহালেই রাখীর বাঁধন শক্ত গেড়ো অতি,
ভাই কে বেঁধে বোন সবে দেয়-জাগতে
প্রেম ও প্রীতি।
আকাশ উদার বহতা বায়ে উড়িয়ে দিয়ে দ্বেষ
শান্ত শীতল স্নেহের বাঁধন লাস্যে
ভরে দেশ।
ও যমুনা পদ্মা মাতা জাহ্নবিতে প্রাণটি মাতে
আশির্বাদের ফুল তুলে দি আজকে রাখীর
শ্রুভ্র প্রাতে।
অখন্ডতার শপথ আজি দিপ্ত রবে গাইতে রই
গড়তে ধরায় প্রাণ বসুধায়-প্রেম ধারাতে
বইতে সই।