Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত


  · DecuemfbeSpr8 225,o 420921of5 a8it 14:2h8 edfP7M  ·
"আকাশ বাণী"


ভাবছি কবি কোথায় কবে আসবে নেমে আকাশ বাণী
নিতেই মোরে মারবে ছোঁ বাজ, ঘাম ঝরা গা খাচ্ছি পানি।
ভাবছি বসে হিসেব কষে করছি কী না পুণ্য কিছু!
নাই তো খুঁজে পেলাম না তা ভয় গো তাই নিচ্ছে পিছু।।
আকাশ পাতাল ভাবছি আমি নরক তো ভাই যেতেই হবে
জীবন জনম সব মিছা রে; অনল আঁচে পুড়তে হবে।
কেনই বাবা ভাবছি  ভবে জনম কেনেই কানাই দিলো
হিংসা ও দ্বেষ ছল শঠতা কেনেই বা দেয় সেই গুলো?
আসল নাটের গুরুর আজি নরক বাসের তুলছি দাবি
ঈশ্বর যে মোল্লা কী বা জিজাস তারাই হোক বিবাদী।
জাহান্নমের আগুন লাগুক তার আঁচে হোক জ্যান্ত মরা
পুড়ুক না আজ তারাই দোষী, মানুষ সে রূপ গড়লো যারা।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত


  · D700eScember 2p64,3nsco 2021 aut6 78:a3d5 iPMt8  ·
"আমার দেশে"


আমার দেশে সূর্য ওঠে অস্ত নাহি যায়
ঘোর কালি সে রাত্রি তথায় আলোই নাহি হায়!
চন্দ্র মামা ভীষণ তেজী চক্ষু করে লাল
উঠে যখন পুড়ায় সকল বেজায় করুণ হাল।
আমড়া গাছে দামড়া গরু ফলন ভালোই হয়
নৌকা চলে নদীর তলে গাছেই কথা কয়।
জ্যান্ত মানুষ পোড়াই মোরা লাশ গুলি সব ঘরে
দিব্যি চলে হুরুম দুরুম পঙ্খ মেলে ওড়ে।
আসবে নাকি আমার দেশে একটি দিনের তরে
এমন কিছুই কঠিন সে নয় আজ ওই যাও মরে।