কস্ত তিমি ভনদাইছ; জলপাইগুড়ি রামরো ছ
আলি কতি মানুষগুলান নাক উঁচু ভাব
হুন্দাই ছ।
আইলে পানি গেলাম হেথা থুলো থুলো রাস্তাঘাট
পাহাড়পুরে আয়ন্দাইছু, ঘুমেরো লাগি
রাজপাট।
কস্ত সানু রাজবাড়ি ছ তার পাশেতেই সরোবর
রাজ হংস থুলো থুলো, সবাই আলি
মাতব্বর।
আলি কতি ঘুমেরো লাগি; গেলাম দাদা উদ্যানেতে
করলা নদী তার পারেতেই দুই জনাতে গেলাম
মেতে।
আইলে পানি ফিরে এলাম , কবিতার ই সেই দেশে
তিমি লাই লিখনু ছ ম-
আলি আলি মুচকি
হেসে।


লেখাটির মানেঃ


কস্ত তিমি ভন্দাইছ মানে তুমি এরকম কেন বলছো, জলপাইগুড়ি রামরো ছ, রামরো ছ মানে খুবই ভালো। আলি কতি মানে অল্প স্বল্প, মানুষ গুলান নাক উঁচু ভাব হুন্দাইছ। হুন্দাইছ মানে; হয়। (মানুষ গুলার নাক উঁচু ভাব); আইলে পানি গেলাম হেথা মানে, (আজ সেখানে গেলাম)। থুলো থুলো রাস্তাঘাট। থুলো থুলো মানে বড় বড়, এখানে চওড়া বলতে ব্যাবহৃত হয়েছে। পাহাড় পুরে আউন্দাইছু; আউন্দাইছু মানে এসেছি, ঘুমেরো লাগি মানে (ঘুরতে এসেছি) রাজপাট। কস্ত সানু (কত সুন্দর) রাজবাড়ি ছ মানে, খুব সুন্দর রাজবাড়ি। তার পাশেতেই সরোবর। রাজহংস থুলো থুলো; মানে (বড় বড়)। সবাই আলি (অল্প) মাতব্বর। আলি কতি (অল্প), ঘুমেরো লাগি (ঘুরতে); গেলাম দাদা উদ্যানেতে। এরপর বাংলা, করলা নদী তার পাশেতেই, দুই জনাতে গেলাম মেতে। আইলে পানি ফিরে এলাম (এখন ফিরে এসেছি); কবিতারই সেই দেশে, তিমি লাই (তোমার জন্যে) লিখনু ছ ম (আমি লিখলাম); আলি আলি (অল্প অল্প) ; মুচকি হেসে।


নেপালি আর বাংলার ককটেল কবিতা।