যুগল রম্য কবিতা, "আলুর দোষে" (সম্পূর্ণ)
- সঞ্জয় কর্মকার


Sanjay Karmakar


  · JeteursateSpongt nowsordtedc  ·
যুগল রম্য কবিতা, "আলুর দোষে"
শ ম শহীদ


আলুর দোষে
খালু সেদিন-
ঢালুর দিকে নামে-
ভেবেছিলেন ফুর্তি করেন
একটুখানি চামে!


কিন্তু হাটে
ভাঙ্গলো হাঁড়ি
হাঁড়ি নেয়ে-ই কোর্ট-কাঁচারী।
যাকে ঘিরে
কারবারী সে
'তিনি' ছিলেন বামে!


"সঞ্জয় কর্মকার"
"আলুর দোষে"


আলুর দোষে চামড়া খসে
পড়ার জোগার আজ;
কুন্তি মাসির পিসির ছাওয়াল
পড়লো কপাল ভাজ।


খিস্তি খামার দ্যান যে পিশি
বাঁধন ছাড়া স্বর;
পিঠ বাঁচাতে ত্বরিত তিনি
হাকিয়ে দিলেন দর।


দর দামেতে হইলো রফা
আলু চাষির ঘর;
টোপড় মাথায় আসলো বধূ
পিশির ছাওয়াল বর।


"শ ম শহীদ"


পিসির ছাওয়াল নিশি রাতে-
শিশি নাকি টানে-
এই যে আলুর দোষটা যখন
পৌছলো কনের কানে!
-----------বন্ধ ঢোল
-------লাগলো গোল
বরযাত্রী পালিয়ে শেষে-
বাঁচলো সবাই প্রাণে!!


"সঞ্জয় কর্মকার"


লোল!! বাজলো রে ভাই ঢোল
ঢোলের তালে কোমর নাচায় চললো
গন্ডগোল।
চুল চুলানি সেই কাহিনী রাত দুপুরে ভায়
কুন্তি পিসি রাগের ঠ্যালায় আগুন দিল গা'য়;
হায় হায়!
ন্যাশায় ছিল তার ঐ ছাওয়াল টাওয়াল নিয়ে ছোটে
টাওয়াল ছিল চোস্ত খাসা; আগুন
লাগে তাতে।
দাউ দাউ দাউ জ্বললো বাড়ি পুড়েই হলো খাক
মরলো ছাওয়াল মরলো বধূ
আলুর দোষের
পাক।