Sanjay Karmakar


  · JeteursateSpongt nowsordtedc  ·
যুগল রম্য কবিতা, "আলুর দোষে"
শ ম শহীদ


আলুর দোষে
খালু সেদিন-
ঢালুর দিকে নামে-
ভেবেছিলেন ফুর্তি করেন
একটুখানি চামে!


কিন্তু হাটে
ভাঙ্গলো হাঁড়ি
হাঁড়ি নেয়ে-ই কোর্ট-কাঁচারী।
যাকে ঘিরে
কারবারী সে
'তিনি' ছিলেন বামে!


"সঞ্জয় কর্মকার"
"আলুর দোষে"


আলুর দোষে চামড়া খসে
পড়ার জোগার আজ;
কুন্তি মাসির পিশির ছাওয়াল
পড়লো কপাল ভাজ।


খিস্তি খামার দ্যান যে পিশি
বাঁধন ছাড়া স্বর;
পিঠ বাঁচাতে ত্বরিত তিনি
হাকিয়ে দিলেন দর।


দর দামেতে হইলো রফা
আলু চাষির ঘর;
টোপড় মাথায় আসলো বধূ
পিশির ছাওয়াল বর।