Sanjay Karmakar
  ·roStpendos7g 4mlotthlw2mthtu08t0i00J76t218807cl4s414g128inl6 ·


তাল তরু সমাবেশে আমাদের গড়া গ্রাম
প্রভাতিক শোভা তার জেনো অতি মনোরম।
কাকলিত মুখরিত তরু তারি শাখে শাখে
রমণীরা কাঁখে হাঁড়ি জল নিতে চলে বাঁকে।
কৃষকেরা গরু লয়ে চলে তারা মাঠ পানে
মন্দিরে ঘটা চলে পূজা তারি সুরোতানে।
জেলে জাল ফেলে জলে সরোবরে কিনারায়
আর কিছু খোকা খুকি ছিপ ফেলে বসে রয়।
গাভী ছেঁকে বাড়ি বাড়ি দুধ ধরে গামলায়
বেলা হলে কিছু লোকে ঘাস কাটে মাঠময়।
ফসলের বোঁঝা লয়ে মাথা আর হাতে ধরা
কিছু কিছু লোকে চলে রেলগাড়ি ধরে তারা।
শহরেতে বিকিকিনি করে তারা দিন ভর
সাজে ঘরে ফিরে এলে কিছু লাভ আনে ঘর।
হেথা হোথা ঘোরে ফেরে রমণীরা দুপুরেতে
গোবরের খোঁজ চলে হাতে ধরা বালটিতে।
বাঁশঝাড়ে খেলা চলে বাবা আর কাকুদের
তাস নিয়ে বসে তারা কিছু হলে হেরফের-
ঝামেলায় মাতে তারা তাস টাস দূরে ফেলে
ফের বসে আর দল এক দল চলে গেলে।
রমণীরা কাঠ দিয়ে চুলা জ্বালে সাজ বেলা
ঘরে ফেরে একে একে শেষ হলে তাস খেলা।
মদিরার ঠেকে রাতে ঝালেমার শেষ নাই
ঝগড়া ও মারামারি নিত্যই দেখি ভাই।
সব মিলে বেশ ভালো আমাদের গ্রামখানি
সুখে রই সবে মিলে নাই কোনো হানাহানি।