বছরগুলো উড়ো উড়ো ফুড়ুৎ করেই শেষ
হাট্টি মা টিম ডিম দিয়ে যায় সোহাগ
মাখে দেশ।
সেই যে শুরু চার ঠ্যাঙ এ তে হামাগুড়ির দেশে
ফুড়ুৎ করেই হলাম বড়ো সং সেজে
যাই ভেসে।
বিয়ে সাধি সব ই হলো পোলাপানের বাপ
ধরলো চেপে জায়ার তূণে যেমন
নাগিন সাপ।
ফুড়ুৎ করেই বছর পঁচিশ নাচন কোঁদন চলা
নাক হাঁড়িতে ডুবিয়ে গলা যেমন
ছুঁচো গেলা।
গেলাম গেলাম রব উঠে যায় ত্রাহি ত্রাহি মন
জীবন কেমন রণের মতই বলছি রে
ভায় শোন।
এই তো গেলো আবার শুরু পুরাণ কাসুন্দি
বারো মাসে লক্ষ হাজার হরেক
রকম ফন্দি।
ফুড়ুৎ করে মরে গেলেই এখন বাঁচি বাপ
জীবন তো নয় আস্ত সমর চারি
দিকেই সাপ।