Sanjay Karmakar


  · tJuSpdsfoncstolnre hgdnowoc  ·
দেশাত্মবোধক লেখা,"অমর ফরিয়াদ"


মুজিব সে তো দরদ মনের
                    দ্যর্থ তার ঐ পণ;
জীবন তার ওই বঙ্গ পিতার
                     রণেই আমরণ।


তাহার নামে  শিখর জাগে
               সৌর তার ঐ কর;
তর্জনী তার  অলক অমর
                    দীপ্ত দিবাকর।


রণভেরী তূর্য্য সে তার
                   হৃদয়  বীণার সুর;
গগনভেদী পুকার তাহার
                  ব্যাপ্ত বহুদূর।


গগন সে তার ভূম সে আঁচল
                  বঙ্গ তার ঐ নাদ;
নীলাঞ্জনার্ বক্ষ নীলে
          অমর ফরিয়াদ।


                  অমর ফরিয়াদ।


(লেখাটি সরাসরি এখানেই লেখা)