হে আমার সোনার বাংলা -আমি তোমায় ভালবাসি-
    স্নিগ্ধ বৃক্ষ গুল্মরাশী –হেথায় আমার দুঃখ খুশি,
             মিস্টি সুবাস দেয় যে বাতাস-
                  সৌরভে মন ভরে।


   ওমা তোর দুয়ার ঘরে-বীর ছেলে সব আলোক ধরে-
      পুণ্যবতীর হাসির তরে –দিচ্ছে বলিদান-
                ও মন মা জন্মে হেথা –
                     প্রাণ ধারাতে-
                      খুশির গান।


      ও মা তোর ভাষার তরে-কত প্রাণ শহীদ হলে-
                   ভাষা আন্দোলন-
        সে ভাষাই পরান খুলি-সে ভাষাই মুখের বুলি-
                   রাষ্ট্রেরই সে প্রাণ।


       ও মা তোর সোপানতলে-শত প্রাণ স্বাধীন তরে-
             মুক্ত বিহঙ্গ-নাই শৃঙ্খল নাই রে বেড়ি-
                    মুক্ত মা তোর অঙ্গ।


          সে আমার সোনার ভূমি-উন্নত শিরে বলি-
            গর্বেতে হৃদয়েতে-রক্তেতে লেখা আছে-
                 হে আমার সোনার দেশ-
                  নাই প্রাণে নাই রে
                         দ্বেষ।


            নদ ফুল নদীকূল-হাওয়া জল রদ্দুর-
           হৃদমাঝে ধরে রাখি-উল্লাসে খুশি হাসি-
                 হে আমার সোনার বাংলা-
                      আমি তোমায়-
                         ভালবাসি।