“আমি ভালোবাসি”


আমি ভালোবাসি এই বাংলার; সুজলা সুফলা ভূমি
আমি ভালোবাসি এই বাংলা; আমি বাংলায়
গরবিনী।
আমি ভালোবাসি এই তাল ও তমাল; ঘন সবুজেতে ভরা বন
আমি ভালোবাসি এই; স্বাধীন সে দেশ, রাজ সে
মুসলমান।
আমি ভালোবাসি এই পদ্মার স্রোত যমুনার কল্লোল
আমি ভালোবাসি এই মুক্ত গগনে; বাংলা
মায়ের বোল।
আমি ভালোবাসি এই মুক্তির রণ লক্ষ হাজার বীর
আমি ভালোবাসি এই বাংলা জাতি; কভু নহে
নত শির।
ভালোবাসি এই ঐক্যধারায় বাউলের সঙ্গীত
ভালোবাসি এই বঙ্গের সান
ভায়ের মায়ের প্রেম;
প্রীত।


“কিছু কিছু”


কিছু কিছু ভাষা বলা, কওয়া ওগো যায়না
কিছু কিছু স্বপ্নের; ধোরো নাকো বায়না।
কিছু কিছু ভাবনা; অলীক ও অধরা
কিছু কিছু চাওয়া তাই; নয় ভাই মনোহরা।
কিছু কিছু ছোট ছোট দান করা খুব ভালো
কিছু কিছু লোক আছে যাহাদের মন কালো।
কিছু কিছু ধন ধনী নিজ নিজ ভাবে ভবে
কিছু কিছু গরিবের; বলিদান গাথা রবে।
কিছু কিছু ছোট বড় সমাজের উপকারে
কিছু কিছু কাজ তাই করে যাবে
বারে বারে।


“রাজ”


ঝেড়ে! যেই দিয়েছি দৌড়
সামনে পিছে শুনছি শুধুই
নিতাই হরি
গৌড়।


এই পানেতে মুমিন টানে
ওই পানেতে রাম;
তাতেই নাকি দমেই যাবে
করোনার ওই
দম।


দম দামেতে দিবই সাড়া
ভাবছি আমি আজ;
রুগ রোগীতেও ধর্ম আজি
করতে চলে
রাজ।