আমি ধরি তুমি ধর ধরে জেলে ফিসারি
ছেলে হোক মেয়ে হোক চারিদিক দিশার-ই।
বড় খাই ছোট খাই খাই ভালো মাঝারি
ইলিশের খোকা খাই কথা ভালো কাজের-ই।


কাতলার কালিয়া রুই আর বোয়ালে
কভু কভু রাঁধি খাই মনে এলে খেয়ালে।
পুঁটি ভালো খেতে আর ট্যাংরার ঝোল
বাটা মাছ সর্ষেতে-জিবে চলে আসে লোল।


আমি চাই ডিম ফুটে মাছ হোক ঝাঁকে ঝাঁকে
দুই হাত ভরে খেয়ে মিটাবো গো লোভটাকে।


বিঃদ্রঃ ২৬/০৯/২০২২ তারিখে প্রিয় কবি বিভূতি দাশ মহাশয়ের আসরে প্রকাশিত ছড়া কবিতায় মন্তব্য করতে গিয়ে সেখানে কমেন্ট বক্সে লিখেছিলাম।