আমি নীড় হারা এক পথিক একাকী-ছুটিতেছি কাল স্রোতে
কেহ নাহি জন আপনার কেহ জুরাইতে হৃদ ক্ষতে,
আমি নীড় হারা এক পথিক একাকী-ছুটিতেছি কাল স্রোতে...।
কাল প্রবাহেতে আপনার পথে কত শত ভ্রম ভীতি
কত না এঁকেছি জোয়ারে উছল প্রেম পরিণয় প্রীতি।।
স্বয়নে  স্বপনে আপনার ধ্যানে আপনি নিহিত ব্রতে
আমি নীড় হারা এক পথিক একাকী-ছুটিতেছি কাল স্রোতে।।
বোঝে নাই কেহ আ্পামর জনে ধ্যান জ্ঞানে মোর যাহা
বোঝে নাই কেহ নিহিত নিলয়ে কিবা মোর চাওয়া পাওয়া।
আমি তো চেয়েছি গোলাপ ও কামিনী দিবা নিশি আরাধনে
লভিতে সে ধন সুধায় অমিয় নীর সে প্রস্রবণে।।
পেয়েছি আঁধার আলোক সভায় তিমিরে নিরত রণ
হৃদয়ে খচিত ক্ষত সে নিঘাত নিঠুরে রচিত বাণ।।
নীড় হারা তাই পথে পথে গাই প্রেম ও প্রীতির গান
সংহতি তার স্থাপনায় পণ করিতেছি কলতান।।
আমি নীড় হারা এক পথিক একাকী-ছুটিতেছি কাল স্রোতে
বিশ্ব বিবেক বোধনে এ মন প্রেমের পরশ পেতে।।
স্বয়নে  স্বপনে আপনার ধ্যানে আপনি নিহিত ব্রতে
আমি নীড় হারা এক পথিক একাকী-ছুটিতেছি কাল স্রোতে।।