Sanjay Karmakar
Rising Star  · smtSpio1n shohrroed  ·
আমি প্রধানমন্ত্রী হলে, "ভাবনা তিন"
.
সর্বশিক্ষা, স্বনির্ভর তপোনিধি, তপোবন বাণিজ্য ও
তপসুলভের মাধ্যমে ধীরে ধীরে দেশের সকল যুবক যুবতিরা
শিক্ষিত ও স্বনির্ভর হয়ে উঠবে।
তবে তাতে দেশের দরিদ্রতা দূর হতে ন্যূনতম
পাঁচ বছর সময় লাগবে।
তাতে দেশের উৎপাদন বাড়বে, সম্পদ বাড়বে ও
দেশের গড় জিডিপি ও ধীরে ধীরে বাড়তে থাকবে।
তবে তাৎ ক্ষণিক ভাবে দেশের দরিদ্রতা দূরীকরণ করতে আমার সরকার তপোক্লাস্টার প্রকল্প চালু করবে।
তপোকাস্টার সেই প্রকল্প যেই প্রকল্পে গরিব লোকেদের
হাতে কলমে তিন বা ছয় মাসের কারিগরি শিক্ষা দান করে
অনেক লোককে সাথে জুড়ে দিয়ে মাঝারি থেকে বৃহৎ শিল্প গড়ে তোলা গ্রামে গঞ্জে। প্রোজেক্ট স্থাপনার ব্যয় তপোনিধি বহন করবে, তাছাড়াও সরকার অনুদান দেবে এই প্রকল্পে।
স্থিরকৃত গুণমান আর সহায়ক মূল্যে তপোবাণিজ্য বিভাগ
তাদের সকল পণ্য কিনে নেবে।
তাতে সারা দেশে উৎপাদন প্রচুর পরিমাণে হবে।
কিছু পণ্য তপোসুলভের মাধ্যমে বাজার জাত করা হবে আর বাকিটা
তপোবাণিজ্য বিভাগ রপ্তানি করবে অন্য সকল দেশে।
উপদেষ্টা কমিটি ঠিক করে দেবে কি প্রোডাক্ট তৈরি করতে হবে,
কোন দেশে রপ্তানি করা হবে।
বিশেষ করে সে সকল শিল্পই গড়ে তোলা হবে তপোক্লাস্টার
প্রকল্পে যে সকল দ্রব্য আমাদের দেশে আমদানি করতে হয়
অন্য দেশ থেকে। তা সে এগ্রিকালচার প্রোডাক্ট ই
হোক না কেন।
এই প্রোজেক্টের মাধ্যমে তাৎ ক্ষণিক ভাবে
গরিব লোকেরা উপকৃত হবেন এবং তারা নিজেরাই
আরও কর্ম সংস্থান সৃষ্টি করতে পারবেন
তাদের প্রকল্পে।
জয় হিন্দ , বন্দেমাতরম, ভারত মাতা কি জয়।


সংযোজনঃ এছাড়া তপোবন, তপোবন বাণিজ্য, তপোনিধি , তপসুলভে বিপুল পরিমাণ কর্ম সংস্থান তৈরি হবে যা তারা যারা সরকারি চাকরি নিতে চাইবে সেখানেই নিয়োগ করা হবে। আমার হিসেবে বেশ কয়েক লক্ষ।