Sanjay Karmakar
badge icon
Founding Members
  · tsNonocSonvplemrSobert nc2ds5 gat 12or:lrSle2h9 PeagcgdfM  ·
"অমলিন"
(কবিতাটি কোনও এক কবির মন্তব্যের ঘরেই লেখা হয়েছিল। অনুরোধ করবার বেশ কিছু দিন পার হয়ে গেলেও অনুমতি পাওয়া যায় নাই, তাই কল্পিত কবি হিসাবে নিজেই আর একটা লেখা লিখে যুগল করে নিলাম)
সঞ্জয় কর্মকারঃ-
.
দালান হাসিয়া কহে ওহে কুঁড়ে তুই
জমিনেতে লুটি মাথা; আমি আকাশটা ছুঁই।
ঝড়ে জলে বৃষ্টিতে ভয় নাহি সৃষ্টিতে
তুই ভেঙে মর মর ছানাভরা দৃষ্টিতে।
মর্মরে গড়া আমি নাহি কোন দুঃখ
চেয়ে দ্যাখ কারুকাজ আলিশান সুক্ষ।
সদাশয় প্রভু মোর ঝাড় বাতি স্তম্ভ
তারি বুকে রয় কত শত শত দম্ভ।
স্থপতি সে কয় সদা আরো উঁচু গড়িবেই
তোর কুঁড়ে ঘরে রয় কালা ধোপা গড়িব ওই।
হাতি ঘোড়া ইয়া বড়া ঘোড়াশাল হাতিশাল
তোর ভূঁই শূন্য সে খানা খাদে টাল মাল।
.
কুঁড়ে কহে মাটি রই হই আমি অঙ্গ
বারে বারে গড়ে প্রভু হই যদি ভঙ্গ।
ধন নাই তাই নাই শঙ্কা ও ভয় ভীত
দিনে হাল কাম কাজ রাতে ঘুম আশাতীত।
প্রভু মোর দিলদার নাহি কোনো দম্ভ
মানবতা বুকে তার দেয় সবে অন্ন।
হতে পারে দীন তবু নহে সে তো কভু ক্ষীণ
যুগে যুগে কুঁড়ে তাই রয় বাপু অমলিন।


কল্পিত কবিঃ-


দালান সে মান তার; মানে কি গো সেই বাত
মহিমা জাগাতে মধু ভাবিল সে সারা রাত।
সহসাই মনে ধরে শাজাহান কতকথা
প্রাত কালে বলে কুঁড়ে নড়বড়ে শুন হেথা।
যুগে যুগে কালে কালে গড়া সেই মর্মরে
তোর দ্যুতি আজি হলো চুরচুরে খর্ব রে।


কুঁড়ে হাসে স্মিত হাসি কহে ওহে চাট্টান
তারি তলে শুয়ে রয় তাহারই শব খান।
ব্যথা দিয়ে গড়া সেথা ব্যথিতের কতকথা
গর্ভেতে মোর বহে জীবনের প্রবাহ তা।