Sanjay Karmakar
badge icon
Founding Members
  • JtSust nposmonsaooutwstreden  •
"অমর গাথা", প্রথম খণ্ড
(ক দিন অনেক হলো রস রঙ্গ এবার আবার কবিতা)
.
কি অপরূপ রূপ সাধিলে জননী অরূপ রতন কায়
পাহাড় ঘেরা ভূম সে শ্যামল; ঝর্ণা মোহিনী বয়।
নদ নদী প্রাণ স্নিগ্ধ বনানী; সাগরের তট ভূমি
মিলন মেলা সে বিবিধ মাঝেতে ধন্য;
হে মা জননী।


তোমারি উদার কোমলো কলিতে প্রশান্তির ঐ ছায়
নীহারিকা গনে গগনো বিছায়ে তোমারি পানেতে ধায়।
হরিত বরণে হরিয়াছো হৃদ বক্ষে তোমারে ধরি
কনকো সে ভূম শস্য রাজিতে মহল
সোনার গড়ি।


অবারিত দ্বার দ্বারকা তোমারি পুণ্য সে ভূম তুমি
তোমারি ধূলিতে রেণুতে রেণুতে আকাশ তোমায় চুমি।
হেথায় পাঠান হেথায় মুঘল সিন্ধু সে বীর গাথা
ধ্বনিত রাহেতে তোমারি বায়েতে ইতিহাস
কতকথা।


শৃঙ্খলে প্রাণ অশ্রু মোচন দুখ সে দিনের পল
শত কত বীর সন্তান সবে গড়িলো স্বরাজ দল।
ফরিয়াদ তাহে গগনো ভেদিলো রাজ সে উঠিলো কাঁপি
অনুনয় নহে পূর্ণ স্বরাজে মেলিতে তাহারি
ঝাঁপি।


শাশ্বত প্রণয়ে হরিয়াছো হৃদ বন্দে তোমারি মাতে
আঁচলো বিছায়ে কমলো কলিতে দিবা কিবা রাত গতে।
সুষমা তোমারি সমাহিত প্রাণ লালায়িত নহি মাতা
ধ্বজা তোমারি জড়ায়ে কায়েতে রচিতে
অমর গাথা।