"অমর জ্যোতি"


রবিকরে দেশ, ভূম ও জাত জাতির অহঙ্কার
সুরোধ্বনি রব রাগেতে তাহার ই বিশ্ব নিখিল তার।
সিক্ত সুধার ই লিপ্ত ধ্বনিতে ধ্বনিলো ধরণী তল
নিনাদে তাহার ই গগনো ভেদিলো সে সুর
অনর্গল।


ঐশী ধারায় মধুরেন গীত; বাদ্যে জাগিলো প্রাণ
রিন ঝিন রব ঝঙ্কারে তার অরূপ রতন দান।
সে দান তাহার সুরের বাহার রিনঝিন রিনঝিন
গরবে বাজিছে বাংলা ভূমেতে প্রত্যহ
প্রতিদিন।  


স্বদেশীর প্রেম প্রেমিক হৃদয় জ্বালামুখী তার গান
দিব্য চারণে দেশ ও ভূমেতে হুঙ্কারে ধায় বান,
ভৈরবে নাদ গগনো চুমিলো দীপ্ত সে কর রাগে
পদতলে তার 'নাইট' লুটিলো স্বদেশের
অনুরাগে।


কমলো কলিতে লিপ্ত দলেতে কাব্য সুষমা তার
বিশ্ব গাহিলো গরিমা তাহার ই লালিত্যে সমাহার।
বাংলার সান আকাশ চুমিলো হরষো ও উল্লাসে
রবির সে কর ডানাতে মেলিয়া অবনীর
এজলাসে।  


মাধবী বিতানে কলি সে বাহারে ঝুমুরো ঝুমুরো দোল
সরসীতো বারি কোকোনাদ দলে মধুরেনো হিল্লোল,
ভ্রমরো চুমিলো পরাগো কলিতে মাতিয়া আরম্বরে
দীপশিখা জ্বালি ঊলুধ্বনি শাখে বঁধুয়া
মাতিলো দ্বারে।


বিশ্বজয়ের দামামা বাজিলো রবির সে কর প্রীতি
আকাশ নমিলো সে তান লয়েতে মলয়ো বায়েতে ক্ষিতি।
দীন সে ভূমেতে অমৃতো যোগে অমরতা লভে জাতি
ভুলি নাই ওগো ভুলিবো না কভু; অমর সে
কর জ্যোতি।  
2.45 am  1/5/2020, Subhaspally, Siliguri.