Sanjay Karmakar
Founding Members · AdtmugSunhset oph6t ath o6:3dgosr7 naastiorPesdMd ·
"অমর লেখ"


রবির কিরণ অস্তরাগে ব্যথার করুণ সুর
নামলো আঁধার গহিন কালো
ব্যপ্ত বহু দূর।
বীণার সে তার ছিঁড়লো প্রাণে, শূন্য দিল দোল
হৃদ আকাশের কোণায় কোণায়
স্তব্ধ মধুর বোল।
মায়ের কপোল ভিজলো বারি রুদ্ধ হলো স্বর
উদাস বাতাস বইলো বেগে
রিক্ত দিগম্বর।
শ্রাবণ গগন গুমরে কাঁদে অঝোর ধারা সনে
দু কূল ভাসায় অশ্রু ধারায়
শীতল সমীরণে।


ঐশী রবে কাল সে স্থবির মানলো যে আজ হার
মৃত্যু পিছে থমকে দাঁড়ায়
অমর লেখায়
তার।


(আমার এক বন্ধু চেম্বারে এসেছিল। গরমে তার কষ্টের কথা বলছিল। তার কথা শেষ হতেই তার হাতে একটি ছড়া ধরিয়ে দি একেবারে প্রিন্টিং করে।)
"কষ্ট কথা"


প্রখর তাপে ভূ লোক দোলে তার উপড়ে টাকলু মাথা
টিনের চালের ঘর উপড়ে বলবো কি ভায় কষ্ট কথা।
কুয়ার জলে শরীর ডুবাই
নইলে পরে হবোই জবাই,
ও মেঘ তুই আয় না সোনা; দে না ঝরায় কয়েক ফোঁটা।


"ইষ্ট আছে মনের দোরে"


ইষ্ট আছে মনের দোরে দেউলে শুধুই মূর্তি রয়
কঠিন শিলা রঙ্গ নাথের পূজায় করে
পাপের ক্ষয়।
মানব সেবায় আর্ত জনায় সেই বেলাতে কেউ না রয়,
আসল দেবে কুচলে পায়ে; ভং চং এ তেই
কথা কয়।
মন্দিরে কি বা ধন! মসজিদ গির্জা
দেয় কি কো গরিবেরে প্রাণ
ধন উর্জা!
মির্জার প্রাসাদেতে দেব তার মুলাকাতে,
হেসে বলে ভুল পথ; ওরে ভায়
মূঢ় যা।