তোমার জন্য চাঁদা তোলে ক্লাব
তোমার জন্য মজুরেরা পায়
কাজ,
তোমার জন্য বহু লোকের হয় উপার্জন
তোমার জন্য বন্টন হয়
চাঁদা তোলা
ধন।
তোমার জন্য বছরের কয়েক মাস
ব্যাবসায়ীর মুখে হাসি ফোটে
তোমার জন্য কত শত গরিবের
কয়েকটা দিন অন্ন
জোটে।
তোমার জন্য বহু টাকা খরচা করে মানুষ জন
তোমার জন্য রাস্তার ক্ষুদ্র ব্যাপারীর
ভরে যায় মন
প্রাণ।
তোমার জন্য কিছু সহৃদয় ব্যক্তি
গরিবেরে করে দান ধ্যান
তোমার জন্য উদার প্রসারিত হয়
মানুষের
মন।
তোমার জন্য বহু মানুষ হয় উপকৃত
আর কিছু নয় এ সবের জন্য চাই
তোমার হোমে পরুক
অমৃত।