Sanjay Karmakar
tJuesgts SnponsnsouoSewreed  ·
যুগল মানবতাবাদী প্রকাশ, "অচ্ছুৎ"
"অভিজিৎ জানা"  


খড়ুশ খোঁচা খোঁচা দাড়ি বেঢপ চোয়াল হাড়
ভাটার মতই দৃষ্টি চোখের উদ্ধত সোজা ঘাড়।
এটলাস হয়ে ধরে আছে ধরা পাহাড় প্রমাণ ভার
শোক পরিতাপ ওর কাছে এসে জ্বলে পুড়ে ছারখার।


ললাটের রেখা কেটেছে নিজেই, নিজেকে রেখেছে বাজি
ওর হাতেতেই বসুন্ধরা নবরূপে ওঠে সাজি।
আগুনের আঁচে পুড়েছে শরীর সৌর তাপেও রাজি
প্রতিদিন মরে ভাগ্যের হাতে, প্রতিদিনই ওঠে বাঁচি।


রক্তে মিশেসে মাটির কণা পাথর ভেঙেছে হাত
লড়াইয়ের মুখে দুর্বিনীত, ঈশ্বরও কুপোকাত ।
পাঁজরের হাড়ে রচেছে খাঁচা গড়েছে ইমারত
গতরের জোরে করেছে হাসিল জাগতিক মহারথ।।


"সঞ্জয় কর্মকার"


হার তো মানেনি মানতে জানেনা রক্ত ওদের খাঁটি
শ্রমের মূল্যে দুমুঠ যা পায় নেয় না তো খয়রাতী।
পাঁজড়ের গাঁটে , গাঁটে রয়-শক্তির উপাসনা
দু কাঁধে ইঁটের-বোজা সে সাজায়ে-সুউচ্চে আনাগোনা।


আমি দেখেছি অপলক তায়; চলিছে দু-কাঁধে বলে
দুখিত নয়নে হৃদয়ে এঁকেছি-ছবি সে নয়ন তলে।
দেখেছি রমণী, বৃদ্ধা সে জন-দিবা রাতি শ্রম দানে
অনেক দেখেছি পথ আর ঘাট-মাঠ ময়দানে।


দলিত তাহারা দেখেছি দুচোখে নর্দমার ঐ দ্বারে
দেখেছি দুহাতে লেপিত তাহারি-বিষ্টা পরিস্কারে।
অপলক আমি দেখেছি তাহারে আধারেতে শ্রম দানে
ভেবেছি তাহারে ঋদ্ধ সুজন-তাহারি জীবন গানে।


দীপ্ত তোমারি চরণো কমলে তাহাদের নাই ঠাঁই
শ্রমেতে তাহার সে পদ বাহার-ভেবেছো কখনো ভাই!
যদি নাই, নাই রে! রহিত-শ্রমিকের অবদান
সে ঘ্রাণ তোমার আস্তাকুরের-তোমারে করিবে ম্লান।


তাহাদের দান পাহাড় প্রমাণ শোধিতে সে কোন নর
বিহনে তাহারে ব্যসনে ভূষণে চলিবে না আর ঘর।
বিশোধনে নাই স্নিন্ধ অমল-বহিবে না প্রাণ বায়
অছ্যুৎ নয় বুকে রাখো তাই-কোরো নাকো অন্যায়।