"অণু ঘাত"
(গতকাল পরম পিতার কাছে অনুতাপ করে তার করুণা চেয়েছিলাম কিন্তু তাতে কি আর তার ঘুম ভাঙবে তাই আজ তিনি যেমন অণু কণা ছিটিয়ে আমাদের অনেক বড় আঘাত দিচ্ছেন তেমনই আমি আমার অণু কবিতা দিয়ে তার ঘুম ভাঙানোর জন্যে তাকে অনেক বড় আঘাত দিলাম)


ব্যথার সাগরে ডুবায়ে কাঁদায়ে হলাহলে দিয়া ঠেলি
কাটার মুকুরে সাজায়ে শিরেতে নিষ্পেষণের তল ই;
জতুগৃহের জ্বলনো প্রদাহে নিগ্রহের ঐ ছলে
কামনার রসে সিক্ত মননে, হে দেব; যদি
ঠেলে দিলে অবহেলে।


ব্যথার ই প্লাবনে কপোলো ঝরিতে না রবে শ্রাবণ ধারা
রুধিরো বানেতে বহিবে না হৃদ যেমতি অন্ধ কারা।
জ্বলনে স্থলনে না রবে আকুতি শীতলতা পানে চাহি
গ্লানি ও বেদনে বহিবে না হৃদ চাহিবো না
দরবার ই।


প্রেমেরো নদেতে কাটারো মুকুরে বাহিতে প্রেমের বারি
জতুগৃহের জ্বলনো জ্বালাতে সে দীপ জ্বালিতে পারি।
পারাবার তার ক্ষরো জলাধার নাহি পারে দিতে ক্লেদ
প্রেম কি ছলনা বেদনা নাহিকো, তুমি ই পরম;
হৃদ ও প্রাণেতে অক্ষয় মম; তুমি ই
চর্তুবেদ।